বাংলা ব্যকরণ

 

বাংলা ব্যকরণ




প্রশ্নঃ বাংলা ব্যকরণ প্রথম রচনা করেন-

  1. ক.
    এন.বি. হ্যালহেড
  2. খ.
    উইলিয়াম কেরি
  3. গ.
    ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ.
    ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ 

প্রশ্নঃ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?

  1. ক.
    স্যার উইলিয়াম জোনস
  2. খ.
    স্যার উইলিয়াম কেরি
  3. গ.
    রাজীব লোচন মুখোপাধ্যায়
  4. ঘ.
    ব্রাসি হ্যালহেড
উত্তরঃ 

প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা-

  1. ক.
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ.
    ম্যানুয়াল দ্যা আসুসম্পাসাঁও
  3. গ.
    ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ.
    রামমোহন রায়
উত্তরঃ 

প্রশ্নঃ রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?

  1. ক.
    মাগধীয় ব্যাকরণ
  2. খ.
    গৌড়ীয় ব্যকারণ
  3. গ.
    মাতৃভাষা ব্যাকরণ
  4. ঘ.
    ভাষা ও ব্যাকরণ
উত্তরঃ 

প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন?

  1. ক.
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ.
    ডেভিড হেয়ার
  3. গ.
    মদনমোহন তর্কালঙ্কার
  4. ঘ.
    উইলিয়াম কেরি
উত্তরঃ 

প্রশ্নঃ ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?

  1. ক.
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ.
    সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. গ.
    মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ.
    সুকুমার সেন
উত্তরঃ 

প্রশ্নঃ পাণিনি কে ছিলেন?

  1. ক.
    ভাষাবিদ
  2. খ.
    ঋগ্বেদবিদ
  3. গ.
    বৈয়াকরণিক
  4. ঘ.
    ঔপন্যাসিক
উত্তরঃ 

প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য

  1. ক.
    বাক্যের সরল ও জটিল রূপ
  2. খ.
    শব্দের রূপগত ভিন্নতায়
  3. গ.
    তৎসম অর্ধতৎসম শব্দের ব্যবহার
  4. ঘ.
    ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
উত্তরঃ 

প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-

  1. ক.
    তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার
  2. খ.
    ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
  3. গ.
    শব্দের কথা ও লেখ্য রূপে
  4. ঘ.
    বাক্যের সরলতা ও জটিলতায়
উত্তরঃ 

প্রশ্নঃ বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?

  1. ক.
    বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  2. খ.
    বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  3. গ.
    সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  4. ঘ.
    সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
উত্তরঃ 

প্রশ্নঃ সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?

  1. ক.
    বিশেষ্য ও বিশেষণ
  2. খ.
    সর্বনাম ও ক্রিয়া
  3. গ.
    বিশেষণ ও ক্রিয়া
  4. ঘ.
    বিশেষ্য ও সর্বনাম
উত্তরঃ 

প্রশ্নঃ সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

  1. ক.
    কবিতার পঙ্ক্তিতে
  2. খ.
    গানের কলিতে
  3. গ.
    গল্পের বর্ণনায়
  4. ঘ.
    নাটকের সংলাপে
উত্তরঃ 

প্রশ্নঃ কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?

  1. ক.
    কথ্য ভাষায়
  2. খ.
    সাধু ভাষায়
  3. গ.
    আঞ্চলিক ভাষায়
  4. ঘ.
    চলিত ভাষায়
উত্তরঃ 

প্রশ্নঃ কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?

  1. ক.
    ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
  2. খ.
    তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
  3. গ.
    তৎসম শব্দের প্রয়োগ বেশী
  4. ঘ.
    সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
উত্তরঃ 

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?

  1. ক.
    তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশী
  2. খ.
    সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না
  3. গ.
    চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
  4. ঘ.
    নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী
উত্তরঃ 

প্রশ্নঃ ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি?

  1. ক.
    বন্যে
  2. খ.
    বুনো
  3. গ.
    বনো
  4. ঘ.
    বন্য
উত্তরঃ 

প্রশ্নঃ কোন ভাষা-রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে?

  1. ক.
    সাধু রীতি
  2. খ.
    চলিত রীতি
  3. গ.
    মিশ্র রীতি
  4. ঘ.
    লৌকিক রীতি
উত্তরঃ 

প্রশ্নঃ ‘যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।’ --- চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?

  1. ক.
  2. খ.
  3. গ.
  4. ঘ.
উত্তরঃ 

প্রশ্নঃ ‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যেই তো জীবম্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা-

  1. ক.
    সাত
  2. খ.
    নয়
  3. গ.
    আট
  4. ঘ.
    দশ
উত্তরঃ 
Post a Comment (0)
Previous Post Next Post