আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক

 

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় তালেবান

বিজ্ঞাপন

তালেবান যোদ্ধারা গতকাল রোববার রাজধানী কাবুলে প্রবেশে করে। দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান বাহিনী। এর পর তালেবানের মুখপাত্র মোহাম্মদ নায়েম কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তালেবানের কয়েকটি সংযোগমাধ্যম (চ্যানেল) রয়েছে। আমরা এসব চ্যানেল আরও সক্রিয় ও উন্নত করবো।’

তালেবানের এ মুখপাত্র আরও বলেন, ‘আমরা (তালেবান) বিশ্বের সকল দেশকে আহ্বান জানাচ্ছি, যেকোন বিষয়ে আমাদের সঙ্গে বসুন। আমরা নারী ও সংখ্যালঘুদের অধিকার ও আফগান নাগরিকদের বাকস্বাধীনতা রক্ষায় সবসময় সচেতন থাকবো।’

কয়েকদিন থেকেই আফগানিস্তানের একের পর এক প্রাদেশিক রাজধানী দখলে নেয় তালেবান। রোববার তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে প্রবেশ করে। এসময় দেশ ছেড়ে তাজিকিস্তানের উদ্দেশে রওনা হন প্রেসিডেন্ট আশরাফ গনি। ফেসবুক পোস্টে গনি বলেছেন, কাবুলে রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন।


এদিকে আফগান সরকার একটি ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে শোনা যাচ্ছে। সে বিষয়ে তালেবান ও সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালির নাম শোনা যাচ্ছে।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, কয়েক দিনের মধ্যেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে তাঁরা আশা করছেন। কাবুলের জনগণের জানমাল নিরাপদ রাখা এবং নারীদের অধিকার রক্ষার পাশাপাশি গণমাধ্যমকর্মী ও কূটনীতিকদের স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।

إرسال تعليق (0)
أحدث أقدم