যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো (৬৩) পদত্যাগ করেছেন। একটি তদন্তে তাঁর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির প্রমাণ মিলেছে। এতে তাঁকে পদ থেকে সরানোর প্রচেষ্টা আরও জোরদার হচ্ছিল। এর মধ্যেই আজ মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিলেন কুমো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে। কুমো বলেছেন, ‘আমার পক্ষ থেকে এখন সাহায্য করার সবচেয়ে ভালো উপায় হলো পদত্যাগ করা এবং সরকারকে শাসনকাজ পরিচালনা করতে দেওয়া।’ নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে কুমো বলেন, ‘আমি একজন যোদ্ধা। আমি লড়াই চালিয়ে যাব, কারণ আমি বিশ্বাস করি এই বিতর্ক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি মনে করি এটি অন্যায় এবং অসত্য।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কুমোর পদত্যাগ ১৪ দিন পর থেকে কার্যকর হবে। এরপর গভর্নরের দায়িত্ব চালিয়ে যাবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হকুল।
গত সপ্তাহে কুমোর বিরুদ্ধে যৌন নির্যাতনের তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকে পদত্যাগের চাপ বাড়ছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তাঁর পদত্যাগ চাইছিলেন।
আরও জানতে চোখ রাখুন