কোরবানির হাটে হাজির বাদশা, মোহনবাবু, রাজাবাবুরা

 লাল–সাদা রঙের মিশ্রণের মোটাতাজা গরু। মালিক আদর করে গরুটির নাম রেখেছেন ‘বাদশা’। রাজা-বাদশাদের মতোই গরুটির হাবভাব, হম্বিতম্বি যেন। অপরিচিত কেউ কাছে ঘেঁষলেই মাথা নাড়ছে সে। নাক দিয়ে ফোঁসফোঁস আওয়াজ বেরোচ্ছে। ভাবটা এমন, সুযোগ পেলেই যেন সজোরে গুতা দিয়ে দেবে। কোরবানির ঈদ সামনে রেখে গরুটি তোলা হয়েছে রাজধানীর গাবতলীর পশুর হাটে।



পাবনার সদর থানার দুবলিয়া এলাকার কৃষক মো. ফিরোজ মিয়া বাদশাকে হাটে এনেছেন। জানালেন, ফ্রিজিয়ান ক্রস জাতের বাদশার ওজন প্রায় ১ হাজার ৩০০ কেজি। নিজের পালিত গাভি থেকেই এর জন্ম, বয়স চার বছর। গতকাল শুক্রবার রাতে ১৪ হাজার টাকা ট্রাকভাড়া দিয়ে গরুটিকে হাটে আনা হয়।

আজ শনিবার দুপুরে গাবতলীর হাটে দাম জানতে চাইলে ফিরোজ মিয়া বলেন, ‘১৭ লাখ টাকা দাম চাইছি। কিছু কম হলেও এবার বিক্রি করে দেব। গ্রামে স্থানীয় পাইকাররা বাদশার জন্য ১৩ লাখ টাকা দাম বলেছিল।’

খানিক এগোতেই চোখ পড়ে মোহনবাবু নামের গরুটির দিকে। আড়াই বছরের একটু বেশি বয়সের গরুটির ওজন হয়েছে এক হাজার কেজির মতো। রাখার জায়গার সমস্যার কারণে মোহনবাবুকে বিক্রির জন্য এ বছর হাটে তোলা হয়েছে বলে জানান মালিক রনি আহমেদ।

গতকাল রাতে মেহেরপুর থেকে গাবতলীর হাটে এসেছেন রনি আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, মোহনবাবুকে যে ঘরে রাখা হয়, সেই ঘরে ঢোকাতে ও বের করতে সমস্যা হচ্ছে। কদিন পর সেটাও আর সম্ভব হবে না। আবার ঘর ভেঙে নতুন করে বানাতে গেলে প্রায় লাখ টাকাখরচ পড়বে। তাই কোনো উপায় না দেখে বিক্রির জন্য হাটে আনা হয়েছে।

রনি আহমেদ আরও জানান, ‘দাম চাইছি ১৫ লাখ টাকা। বিভিন্ন এলাকা থেকে মুঠোফোনে অনেকে যোগাযোগ করছেন। তবে এখনো কেউ দাম বলছেন না। রমজানের ঈদের সময় পাইকাররা ছয় লাখ টাকা দাম বলেছিল।’

গাবতলীর স্থায়ী হাটে গরু নিয়ে আসা পাইকাররা জানান, এ বছর গরুর দাম তুলনামূলক বেশি। গত বছরের তুলনায় প্রতি মণে পাঁচ থেকে ছয় হাজার টাকা বাড়তি দামে স্থানীয় হাটবাজার থেকে গরু কিনতে হচ্ছে। আর আকারভেদে ছাগলের দাম পড়ছে এক থেকে দেড় হাজার টাকা বেশি।মারি ও পাইকাররা বলছেন, নিত্যপণ্য ও গোখাদ্যের মূল্যবৃদ্ধির প্রভাব কোরবানির বাজারেও পড়েছে। যাঁরা পালন করেছেন, তাঁদের নিজেদের খাবারের যেমন ব্যয় বেড়েছে, তেমনি যে প্রাণীটিকে পালন করা হচ্ছে, ওই প্রাণী পালনের খরচও বেড়ে গেছে। পাবনার ব্যবসায়ী মঈন উদ্দিন বলেন, অন্যান্য বছরের তুলনায় হাট থেকেই পাঁচ-ছয় হাজার টাকা বেশি দামে গরু কিনতে হচ্ছে। ট্রাকে পরিবহনের খরচও বেড়ে গেছে। সব মিলিয়ে গরুর দাম অন্যবারের চেয়ে বেশি। হাটে নিয়ে আসা আড়াই থেকে তিন মণ ওজনের একেকটি গরুর জন্য দাম চাওয়া হচ্ছে ৮০-৯০ হাজার টাকা। আর ৫ থেকে ৭ মণ ওজনের একেকটি মাঝারি আকারের গরুর দাম চাওয়া হচ্ছে ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ টাকা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রমতে, এ বছর কোরবানির হাটের জন্য গবাদিপশুর সরবরাহের সংখ্যা গতবারের চেয়ে দুই লাখের বেশি বাড়ানো হয়েছে। এ বছর গরু, ছাগল, ভেড়া ও উট মিলিয়ে ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি। এর মধ্যে কোরবানি হয় ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি পশু। প্রায় ২৮ লাখ গবাদিপশু বিক্রি হয়নি।

إرسال تعليق (0)
أحدث أقدم